Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শহরের বর্ধমান রোডে শুক্রবার রাতে যখন উল্টোরথের মেলা বসেছিল ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি ধাক্কা মারে ছয় জনকে। এদের মধ্যে একটি শিশু ও একটি মহিলাও রয়েছেন। আহতদের নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে।

মেলায় উপস্থিত ক্ষুব্ধ জনতা গাড়িতে ভাঙচুর করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছায় যে সামাল দিতে নামানো হয় র্্যাফ বাহিনী। জনতার ওপর লাঠিচার্জ ও করা হয়।
[espro-slider id=18306]
প্রতক্ষ্যদর্শীরা জানায়, গাড়িটি ধাক্কা মারতে মারতে আসছিল। শক্তিগরের ৩নং রাস্তার মোড়ে স্থানীয়রাই গাড়িটিকে আটক করে। এই গন্ডগোলের মাঝেই কোনোরকম ভাবে চম্পট দেয় গাড়ির চালক। পরবর্তীতে পুলিশ দেরিতে আসায়, ক্ষুব্ধ জনতা পুলিশকে দেখে ইট ছোঁড়ে এবং এই রণক্ষেত্র সামাল দিতে ঘটনাস্থলে র্্যাফ নামে। পরে পুলিশ ক্রেন দিয়ে গাড়িটিকে তুলে নিয়ে যায়। অনেক রাত পর্যন্ত এলাকায় তাপমাত্রা গরম দেখতে পাওয়া যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।