ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ শিলিগুড়ি শহরের পরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘শিলিগুড়ি ইউনিক ওয়েলফেয়ার সোসাইটির’ প্রচেষ্টায় উদ্বোধন হল “শিলিগুড়ি বাইক অ্যাম্বুলেন্সের”, যার প্রধান উদ্দেশ্য হল “মানুষের সাথে মানুষের পাশে”। এটি একটি অভিনব প্রচেষ্টা। আর্থিকভাবে দুর্বল দুস্থ রোগীদের বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি আস্ত মোটর বাইককে তৈরি করা হয়েছে অ্যাম্বুলেন্স।
[espro-slider id=18295]
বেশ কিছুদিন আগে সংস্থার এক সদস্য মেডিকেলে গিয়ে এক ঘটনার সম্মুখীন হয়ে অবাক হয়ে যান। তিনি সেখানে দেখেন ছোট ছোট দুই ভাই তাদের বাবাকে ভ্যানে করে চিকিৎসা করাতে নিয়ে আসে। তাদেরকে জিজ্ঞেস করলে বলে পেট ব্যথা ও জ্বরের জন্য তাদের বাবা কাজে যেতে না পারায় আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। তাই তাঁরা ভ্যানে করেই বাবাকে হাসপাতালে নিয়ে আসে। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত করিমূল হক স্যারের এই চিন্তাকে কাজে লাগিয়ে গরীব মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার এক অভিনব প্রয়াস এই বাইক অ্যাম্বুলেন্স।