Friday, March 24, 2023
spot_img

‘সম্প্রীতির’ উদ্যোগে শিলিগুড়ি সদর হাসপাতালে রোগী ও কর্মীদের নিয়ে “জাতীয় চিকিৎসক দিবস” পালন

 

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ আজ “জাতীয় চিকিৎসক দিবস”। আজকের দিনেই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও স্বনামধন্য চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিবস ও মৃত্যু দিবস। ১লা জুলাই ১৮৮২ সালে পাটনার বাঁকীপুরে তাঁর জন্ম হয়। তিনি ১৯০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম.এস.এস ডিগ্রি এবং ১৯১১ সালে ইংল্যান্ড থেকে এম.আর.সি.পি এবং এফ.আর.সি.এস ডিগ্রি অর্জন করেন। ডাঃ রায়, ১৯৩১ ও ১৯৩২-এ দু’বার কলকাতার মেয়র নির্বাচিত হন। ১৯৬১ সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। ১৯৬২ সালের ১লা জুলাই তিনি মারা যান।
[espro-slider id=18194]
১৯৯১ সালে আজকের দিনটিকে স্মরণে রেখে ভারত সরকার ” জাতীয় চিকিৎসক দিবস” হিসেবে পালন করার কথা ঘোষণা করেন। প্রতিবছর সারা ভারতে আজকের দিনে সমস্ত ডাক্তাররা বিনে পয়সায় রোগীদের সেবা দিয়ে থাকেন। রাজ্যের অন্যান্য জায়গাগুলোর মতোই শহর শিলিগুড়িতে ‘সম্প্রীতির’-র তরফ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শিলিগুড়ির সদর হাসপাতালে উপস্থিত ও আগত সমস্ত রোগীদের ও কর্মীবৃন্দদের মধ্যে ফল, ডিম, দুধ, বিস্কুট বিতরণ করে সম্প্রীতি। উপস্থিত ছিলেন নর্থবেঙ্গল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রাক্তন ডিন তথা অধ্যক্ষ শ্রী রুদ্র ভট্টাচার্য মহাশয়। সম্প্রীতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। হাসপাতালের সুপার সহ সকলকে সম্প্রীতির পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে সম্প্রীতির সদস্যরা।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles