Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ সাম্প্রতিককালে ঔষধ বিক্রির ওপর ছাড় দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক বিশাল টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এমন কি কম দামে বাজারে ভেজাল ঔষধ বিক্রির অভিযোগও উঠে এসেছিল একশ্রেণীর সাধারণ মানুষের কাছে থেকে।

এই সমস্ত বিষয়সহ ঔষধের গুণগত মান এবং রাতে ঔষধের অপ্রতুলতা কাটাতে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করে পালাবদল করে ঔষধ বিক্রয়কারী দোকানগুলি খোলা রাখতে, সোমবার শহরের মৈনাক ট্যুরিস্ট লজে এস.ডি.ও শিলিগুড়ি, এ.ই.ও শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং বি.সি.ডি.এ’য়ের সাথে বৈঠক করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শ্রী গৌতম দেব মহাশয়। তবে তিনি শহর তথা রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন, এই ধুন্দুমার জট অতি শীঘ্রই কেটে যাবে।