Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক উন্নয়ন তহবিলের আর্থিক অনুদানে, মঙ্গলবার রাজ্যের পর্যটনমন্ত্রী শ্রী গৌতম দেব মহাশয়ের হাতে নিউ জলপাইগুড়ি রেলওয়ে কলোনি হাই স্কুলের (উঃমাঃ) সীমানা প্রাচীর এবং প্রধান প্রবেশ দ্বারের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
[espro-slider id=18033]
এদিনের অনুষ্ঠানে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ ও কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদানও করা হয়।
[espro-slider id=18037]
অপরদিকে, মাননীয় মন্ত্রীর হাতে স্মারকতোড়ন তুলে ও উত্তরীয় গলে দেবার মধ্য দিয়ে গৌতম বাবুকে সম্মাননা প্রদান করা হয়।