Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ উত্তরবঙ্গের বিশিষ্ট সাংবাদিক কিশোর সাহা আজ শিলিগুড়িতে আনুষ্ঠানিক ভাবে বিজেপির দলীয় কার্যালয়ে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের যুগ্ম আহ্বায়ক শ্রী দিপেন প্রামাণিক, এছাড়াও ছিলেন বিজেপির দার্জিলিং জেলা সভাপতি শ্রী অভিজিৎ রায় চৌধুরী মহাশয়। বিজেপিতে কিশোর সাহার যোগদান নিয়ে শ্রী অভিজিৎ রায় চৌধুরী মহাশয় সংবাদমাধ্যমকে জানান, “কিশোর সাহা একজন উত্তরবঙ্গের বিশিষ্ট সাংবাদিক। তিনি বিজেপিতে যোগদান করায় উত্তরবঙ্গে আমরা লাভবান হব।” অন্যদিকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক শ্রী রাজু ব্যানার্জী দলে কিশোর বাবুর দায়িত্ব প্রসঙ্গে বলেন “এখনও এবিষয়ে কথা হয়নি। তবে তিনি সংবাদ জগতের লোক। তাই মিডিয়া সেল ও সমস্ত সাংবাদিকতার দায়িত্বভার তাঁকে দেওয়া যেতেই পারে।”

কর্মজীবনে বহুদিন ধরে সংবাদ মাধ্যমের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিশোর সাহা। নানাবিধ সংবাদপত্রে কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি নিউজ পোর্টালের সাথে যুক্ত। ২০১৯ উপনির্বাচনের পর উত্তরবঙ্গে এই প্রথম কোন সাংবাদিক বিজেপিতে যোগদান করলেন। পাশাপাশি তাঁর বিজেপিতে যোগদান রাজ্যের একাধিক সাংবাদমহল গুলিতে নানা জল্পনার সৃষ্টি করেছে।