Thank you for reading this post, don't forget to subscribe!
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ আজ সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার অন্তর্গত গেটবাজার এলাকায় রেলের পরিত্যক্ত জমির গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক ব্যক্তির দেহ।

জায়গাটি এতটাই পরিত্যক্ত যে, এখানে লোকজনের আনাগোনা এক্কেবারে নেই বললেই চলে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমনে আসেন। সেই সময় তাঁরা দেখতে পান গলায় ফাঁস লাগানো এক ঝুলন্ত মৃতদেহ। স্থানীয় বাসিন্দারাই সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি নামিয়ে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে বলে জানা যায়। গতকাল অর্থাৎ রবিবার রাতেই এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারনা।