Thank you for reading this post, don't forget to subscribe!
বিশ্বেশ্বর মজুমদার, ত্রিপুরা, বেঙ্গল টুডেঃ দক্ষিন ত্রিপুরার শান্তির বাজার মহকুমার ছাত্র বন্ধু সামাজিক সংস্থার উদ্দ্যোগে এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার সকাল ১১টা নাগাদ। শান্তির বাজার কমিউনিটি হল ঘরে এই রক্তদান শিবিরটি আয়োজিত হয়। বিশ্বরক্তদাতা দিবস উপলক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানা যায়। ছাত্রবন্ধু সামাজিক সংস্থার কতৃক আয়োজিত রক্তদান শিবিরের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন ৩৬ শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং। এদিনের এই রক্তদান শিবিরে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা, বকাফা ব্লকের বি এস সি এর চেয়ারম্যান গৌরিশঙ্কর রিয়াং, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, শান্তির বাজার পৌরপরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, দক্ষিন ত্রিপুরা জেলা পরিষদের সদস্য বিভিষন দাস ও অন্যান্য সন্মানিত অতিথীবৃন্দ। বিগত দুমাস পর্যন্ত শান্তির বাজার মহকুমা জুরে কোনো প্রকার রক্তদান শিবির না থাকার কারনে শান্তির বাজার জেলা হাসপাতাল রক্তশুন্য হয়েপরেছিল। তাই এদিনের এই রক্তদান শিবিরের ফলে কিছু পরিমানে স্ততির মুখ দেখতে পারবে মুমর্ষ রুগিরা বলে মনে করছে অনেকে।