Thank you for reading this post, don't forget to subscribe!
শুভম সিং, মেদিনীপুর, বেঙ্গল টুডেঃ আবারও নিম্ন মানসিকতার নজির মিল্ল বেলদায়, ছেলের হাতে প্রহৃতা হল জন্মদাত্রী মা। জমি জমার কারণ নিয়ে লাঠি বাঁশ দিয়ে মারধর করলো “সুযোগ্য” পুত্র মা কে। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত পাতলি গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ওই প্রহৃতা ৮০ বছর বয়সী রাইসেন বিবি কে ভর্তি করা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই বৃদ্ধার মাথায় ও চোখে আঘাত রয়েছে। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
জানা যায়, জমিজমা নিয়ে প্রতিদিন মা-এর সাথে ছেলে সেক মনসুরের ঝগড়া চলতো। রাগ এমন পর্যায়ে পৌঁছায় যে, ১৩ই জুন, রাত ৯ টার দিকে ছেলে মনসুর মারধর করে তার মাকে। গ্রামবাসীরা চিৎকার শুনে ছুটে গিয়ে সংজ্ঞাহীন ও রক্তাক্ত অবস্থায় রাইসেন বিবিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর থেকে পলাতক ছেলে সেক মনসুর। বেলদা থানায় গ্রামবাসীদের পক্ষ থেকে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। শুক্রবার লিখিত অভিযোগ জানাবে রাইসেন বিবির আত্মীয় ও গ্রামবাসীরা।