Thank you for reading this post, don't forget to subscribe!
সানিদ্ধ্যা বিশ্বাস, হাওড়া, বেঙ্গল টুডেঃ জয় শ্রীরাম বলায় জুটলো মারধোর। ঘটনাটি ঘটেছে, হুগলীর আরামবাগ নেতাজী মহাবিদ্যালয় প্রাঙ্গনে। অভিযোগ, এলাকায় মৃতদেহ শবদাহ করতে গিয়ে কাঁধে করে জয় শ্রীরাম দ্ধনী দিতে দিতে যাবার পথে মার খেতে হলো তৃনমূল ছাত্রপরিষদ নেতাদের হাতে। এর পরই রনক্ষেত্র চেহারা নেয় এলাকা। তৃনমূলের বিরুদ্ধে হিন্দু ধর্মীয় মান্যতাকে আঘাত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সাধারন মানুষ।