Thank you for reading this post, don't forget to subscribe!
সান্নিদ্ধ্যা বিশ্বাস, হাওড়া, বেঙ্গল টুডেঃ পুলওয়ামায় সি আর পি এফ এর ওপর জঙ্গি হামলা হওয়ার পর কেটে গেছে বহুদিন। ১৩ই জুন, বৃহস্পতিবার ওই জঙ্গি হামলায় শহীদ বাবলু সাঁতরার মায়ের হাতে এক স্বেচ্ছা সেবী সংস্থার উদ্যোগে আড়াই লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। এবং জানা যায়, ইসলামপুরের প্রধানও কিছু অর্থ দিয়ে সাহায্য করে বাবলু সাঁতরার মাকে।