শুভম সিং, মেদিনীপুর, বেঙ্গল টুডেঃ ১৩ই জুন, বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের জাতীয় সড়কের উপর দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪, স্থানীয় সূত্রে জানা যায়, খড়্গপুর থেকে বেলদা গামী এক মাল বোঝাই ট্রাক ও উল্টো দিক থেকে আসা মালবাহী ট্রাকটির সতকুই এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়, এরপর স্থানীয় বাসিন্দাদারা আহত ২ টি ট্রাকের চালক ও খালাসিদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে, এই দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, পরে খড়্গপুর লোকাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
You May Share This