ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, বেঙ্গল টুডেঃ নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত গোরামোড় থেকে ফুলবাড়ি ক্যানেল রোড থেকে যাওয়ার সময় পুটিমারী রাঙালিভিটায় মুখোমুখি এক ট্রাক ও বাইকের সংঘর্ষ হয়।

এক আত্মীয়ের বাড়ি থেকে ফুলবাড়ি হয়ে বাইকে করে এক ব্যক্তি স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন। ট্রাক এসে সজোরে ধাক্কা মারলে দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত মহিলার নাম সুনিতা রায়। ব্যক্তি হলেন উপেন রায়। দুর্ঘটনার জন্য এলাকায় স্থানীয়রা বিক্ষোভ দেখায়।

পুলিশকে ঘিরে ধরে তারা বিক্ষোভ চালায়। তাদের অভিযোগ বেপরোয়া যানচলাচলের জন্য এখানে নিত্য পথ দুর্ঘটনা ঘটে। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নিজেদের নিরাপত্তা নিয়ে দাবি করেন স্থানীয় মানুষ।