Thank you for reading this post, don't forget to subscribe!
মোঃ রাসেল ইসলাম, বেনাপোল, যশোরঃ যশোরর শার্শায় বালি বোঝাই ট্রাকের চাপায় কামরুজ্জামান নামে বছর পাঁচের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। পাশাপাশি আহত হয় শিশুর দাদা ঝিকরগাছা হাজের আলী গ্রামের হারুনার রশিদ। যদিও ঘটনার সাথে সাথে স্থানীয়রা আহতকে উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠান। নিহত শিশু শার্শা নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়াঘোপ গ্রামের রাজু বিশ্বাসের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, দাদু হারুনার রশিদ বুধবার দুপুরে বাইসাইকেল যোগে নিজ স্ত্রী ও কামরুজামানকে নিয়ে বাড়ীর দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে কেরালখালি নামক স্থানে পৌছালে বিপরিতদিক থেকে আসা বালি বোঝাই ট্রাকটি সাইকেলটির ধাক্কা দেয়। এসময় ট্রাকের ধাক্কায় আহত হয় দু জন। তবে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
এ বিষয়ে শার্শা গোড়পাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ খাইরুল আলম জানান, বালি বোঝাই ট্রাকের চাপায় নিহত শিশুটি সহ আহতকে উদ্ধার করা হয়েছে। ট্রাকটি সহ ড্রাইভারকে আটকের চেষ্টা চালাচ্ছেন তারা।