মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল দৌলতপুর সীমান্তের গাতিপাড়া গ্রাম থেকে ২০ শে মার্চ বিকালে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পন্য জব্দ করেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!
বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল দৌলতপুর সীমান্তের গাতিপাড়া জামে মসজিদের পাশে রাস্তা দিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার পন্য পাঁচার হচ্ছে, এমন সংবাদের ভিক্তিতে বিজিবির টহলদল সেখান হতে অভিযান চালালে রাস্তার উপর হতে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিপুল পরিমান সিটি গোল্ড চেইন,পন্ডস ফেসওয়াশ, হোয়াইট বিউটি ক্রিম, জুনিয়র হরলিক্স, ডার্ক ফ্যান্টাসি বিস্কুট,কিটকাট চকলেট, দুলহান কেশ কালার অবৈধ পন্য জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মুল্য প্রায় ৮ লাখ টাকা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধ ভাবে আসা পন্য ফেলে রেখে পাঁচারকারীরা দ্রুত পালিয়ে যায়।
বেনাপোল দৌলতপুর সীমান্তের গাতিপাড়া জামে মসজিদের পাশে রাস্তার উপর থেকে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার পন্য আটক করা হয়েছে। আটককৃত মালামাল বেনাপোল কাষ্টমস্ হাউজে নিলাম শাখায় জমা করার ব্যবস্থা করা রয়েছে।