29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

নাট্য জগতে নক্ষত্র পতন প্রয়াত গিরিশ কারনাড

ভাস্কর চক্রবর্তী, বেঙ্গালুরু, বেঙ্গল টুডেঃ বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নাট্য জগতের বিশিষ্ট নাট্যকার  ও অভিনেতা গিরিশ কারনাড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মূলত মাল্টি অর্গান ফেলিওর জন্য তিনি মারা যান।

তিনি অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেখানেই নাট্যচর্চা শুরু করেন। ১৯৩৮ সালে ১৯শে মে মুম্বাইয়ে তাঁর জন্ম। পড়াশোনার জন্য তিনি বিলেতে থাকতেন। ১৯৭৪ সালে তিনি পদ্মশ্রী এবং ১৯৯২ সালে পদ্মভূষণ সম্মান পান। ১৯৬১ সালে রচিত 'যযাতি' নাট্য মহলে বহুল সাড়া ফেলে দিয়েছিল।
বহু কালজয়ী নাটক তিনি লিখেছেন। উল্লেখযোগ্য হল 'তুঘলক' ও 'হয়বদন'। চলচ্চিত্রেও তাঁর অগাধ জ্ঞান ছিল। জ্ঞানপিঠ পুরস্কার পেয়েছেন। ১৯৭০ সালে কন্নড় ছবি 'সংস্কারা' চিত্রনাট্য তিনি রচনা করেছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট গুণীজন ও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়া।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles