ওয়েব ডেস্ক,বেঙ্গল টুডেঃ পুলওয়ামা জঙ্গি হামলার পর বদলার আগুনে ফুঁসছিল গোটা দেশ। বালাকোটের জঙ্গি ঘাঁটিতে পত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা বাহিনী। সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানের বেশকিছু জইশ-ই-মহম্মদ জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। দেশের বায়ুসেনার এই পদক্ষেপে গোটা দেশ যেমন স্যালুট জানিয়েছে সেনাবাহিনীকে। ঠিক তেমনই বাদ যাননি সেলিব্রিটিরাও।
Thank you for reading this post, don't forget to subscribe!
বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে দেশের ১১৮টি জাতীয় পতাকা দিয়ে ভরিয়ে দিয়েছেন বিগ-বি অমিতাভ বচ্চন। এভাবেই দেশের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করেছেন তিনি।
প্রসঙ্গত, পুলওয়ামা জঙ্গি হামলার পর শহিদদের পরিবারের জন্য ২.৫ কোটি টাকা অর্থ সাহায্য করেন অমিতাভ বচ্চন। তবে শুধু অমিতাভ বচ্চনই নন, অক্ষয় কুমার, সলমন খান, লতা মঙ্গেশকর সহ অনেকেই শহিদদের পরিবারকে অর্থ সাহায্য করেছেন। এমনি জানা যাচ্ছে শাহরুখ খানও নাকি শহিদদের পরিবারকে ১৫ কোটি টাকা অর্থ সাহায্য করেছেন। যদিও এবিষয়ে শাহরুখ নিজে অবশ্য কিছু জানাননি। এক কংগ্রেস নেতার টুইটার পোস্ট থেকে একথা জানা যায়।