লালু খান,আসানসোলঃ মঙ্গলবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর তাই এবছর সকল পরীক্ষার্থীদের আসানসোল তৃনমুল কংগ্রেসের এক নম্বর ব্লকের ব্যবস্থাপনায় আসানসোল শিল্পাঞ্চলেও দুটি স্কুলে পরীক্ষার্থীদের জলের বোতল ও পেন দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেল স্থানীয় তৃনমুল কাউন্সিলার সহ অন্যান্য কাউন্সিলারদের। এমনকি পরীক্ষার আগামি দিন গুলোতেও অন্যান্য স্কুল গুলোতে এই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এলাকার কাউন্সিলার ।
Thank you for reading this post, don't forget to subscribe!
অপরদিকে আসানসোলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এডিসিপির পক্ষ থেকে দক্ষিণ থানার আধিকারিকেরা শুভেচ্ছা জানান। এদিন সকালে আসানসোলের ঊমারাণী বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফুল ও কলম তুলে দেন আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত প্রামাণিক ৷