রাজীব মুখার্জি, হাওড়া ও বর্ধমান ব্যিউরোঃ মঙ্গলবার হাওড়ার বাদাঘাট থেকে বেলগাছিয়া টোটো রিক্সা রুট থেকে চালু হলো ই রিক্সা। আর তাই সূচনার প্রথম দিন থেকেই তারা মানুষের সেবায় নিযুক্ত হলেন, এদিন থেকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এদিন থেকে উচ্চমাধ্যমিক শেষ না হওয়া পর্যন্ত সমস্ত পরীক্ষার্থী এবং তাদের পরিজনদের বিনামূল্যে পরিষেবা প্রদান করবেন। এদিন বাদাঘাট থেকে বেলগাছিয়া টোটো রিক্সা রুটে মোট 30 টি ই রিক্সা চালু হবার কথা থাকলেও প্রথম দিনে ২০ টি ই রিক্সা রাস্তায় নামে।
Thank you for reading this post, don't forget to subscribe!
অপরদিকে এদিন বৃষ্টির জন্য যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অসুবিধায় না পরে তার জন্য নিখরচায় বর্ধমান স্টেশন থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার জন্য টোটো পরিষেবা ব্যবস্থা করল জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন। তাদের উদ্যোগে বর্ধমান স্টেশনের সামনে একশোরও বেশি টোটো পরিষেবা রাখা হয়। ট্রেন বাসে বিভিন্ন জায়গা থেকে বর্ধমান এ যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছে তাদের সেই টোটো চাপিয়ে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন তারা। এর পাশাপাশি একটি সহায়তা কেন্দ্র খুলে তার মাধ্যমেও টোটো পরিষেবার কথা জানানো হচ্ছিল সকাল থেকেই। স্বভাবতই এদিন টোটো চালকদের এইরকম উদ্যোগে খুশি অভিভাবক থেকে ছাত্র-ছাত্রী সকলেই।