Tuesday, March 28, 2023
spot_img

ব্যারাকপুরে বিস্ফোরনে ছড়ালো চাঞ্চল্য

 

শুভাশিস সোম ও রাজীব মুখার্জি, ব্যারাকপুরঃ জানলার পাশ থেকেই হঠাৎ তীব্র আওয়াজ। আচমকা বোমা ফাটার আওয়াজে তীব্র চাঞ্চল্য ছড়ায় ব্যারাকপুরের বেঙ্গল এনামেল বাবু কোয়াটার বাসিন্দাদের মধ্যে।

জানা যায়, বুধবার দুপুর বারোটার সময় এলাকার মানুষ তাদের নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় হঠাৎই তীব্র আওয়াজ শুনতে পান তারা। এরপর এলাকার বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখতে পান রেল লাইনের ধারে একটি খাল, আর সেখানেই বসে চলছিল বোমা বাঁধার কাজ। এই বোমা বাধঁতে গিয়েই ঘটে বিপত্তি।

প্রতক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, তারা দেখেন বাড়ির জানলা দিয়ে, একটি লোক কলাবাগানের ভেতর দিয়ে যাচ্ছে ও তার হাত থেকে টপটপ করে রক্ত পড়ছে। বিস্ফোরণের পরেই রেল লাইনের ওপার থেকে কয়েকজন লোক এসে তাকে রেল লাইনের ওপারে নিয়ে যায়। যদিও ঘটনার খবর পাওয়ার সাথে সাথে টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায়। মূলত এই ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসী।

Related Articles

Stay Connected

0FansLike
3,749FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles