রাজীব মুখার্জি, সল্টলেকঃ সল্টলেক সেক্টর ফাইভের SDF বিল্ডিং-এ আগুন। ইতিমধ্যে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের তিনটি ইঞ্জিন। নামিয়ে আনা হচ্ছে বহুতল থেকে অফিসকর্মীদের।
Thank you for reading this post, don't forget to subscribe!
জানা যায়, বুধবার সকালে SDF বিল্ডিং-এর দোতলা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। ওই বহুতলে প্রচুর অফিস থাকায় খুব দ্রুত তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক ল্যাডার। আরও ইঞ্জিন রওনা দিয়েছে ঘটনাস্থলের দিকে। পাশাপাশি একে একে নামিয়ে আনা হচ্ছে বহুতল থেকে বিভিন্ন অফিসের কর্মীদের।
তবে দোতলা ছাড়াও অন্যান্য কয়েকটি তল থেকেও ধোঁয়া বেরোতে দেখা যাওয়ায় এখনও পর্যন্ত আগুন কতটা ছড়িয়েছে তা স্পষ্ট না হওয়ায় আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।