Thank you for reading this post, don't forget to subscribe!
শান্তনু বিশ্বাস, হাবড়াঃ এ যেন গোদের উপর বিষ ফোঁড়া। যত দিন যাচ্ছে ততই যেন দিনকে দিন বেড়েই চলছে বেআইনি অটো দূর্ঘটনা। হাবড়া থানার অন্তরগর্ত চোংদা মোড়ের কাছে গাইঘাটা থেকে হাবড়ার দিকে যাওয়া বেপরোয়া ভাবে একটি অটো ওভারটেক করছিল একটি প্রাইভেট গাড়িকে। সে সময় অটোটি যাত্রী সহ উল্টে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা অটো চালক সহ আহত তিন জনকে হাবড়া হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যে তিনজনই হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। আহত তিনজনের নাম সত্যজিৎ সরকার, গিতা মন্ডল, গৌতম সরকার।