27 C
Kolkata
Sunday, December 3, 2023
spot_img

মহিলাকে অ্যাসিড ছোড়ায় গ্রেফতার অভিযুক্ত, আক্রান্ত মাঝবয়সি মহিলা

শান্তনু বিশ্বাস, মছলন্দপুরঃ ২৮শে জানুয়ারি মছলন্দপুর রাজবল্লভপুর এলাকায় মহিলাকে অ্যাসিড ছুড়ে ধোলাই খেল অভিযুক্ত।
আক্রান্ত মাঝবয়সি মহিলা।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা অভিযুক্ত বছর ৭০-এর আব্দুল ছত্তারের ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল মাঝবয়সি জাহিদা বিবির মেয়ের। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। রবিবার রাত দশটা নাগাদ আচমকা জাহিদা বিবির মুখে অ্যাসিড হামলা করে আব্দুল ছত্তার। এরপর গুরুতর জখম জাহিদাকে প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয় পরে অবস্থার অবনতি হলে বারাসাতে স্থানান্তরিত করা হয়।

অপরদিকে অভিযুক্তকে এলাকায় আটকে রেখে জাহিদার পরিবারের লোকজন মারধর করলে পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আব্দুল ছত্তারকে হাবড়া হাসপাতালে নিয়ে আসে। এরপর অভিযুক্তকে সোমবার রাতে গ্রেফতার করলে ২৯শে জানুয়ারি তাকে বারাসাত আদালতে তোলা হয়। অন্যদিকে আহত মহিলা বতর্মানে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles