29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

সারা ভারত জরী শিল্পীদের পঞ্চম জেলা সম্মেলনে শিল্পী শ্রমিকদের ঢল

মনি শঙ্কর বিশ্বাস, হাওড়াঃ হাওড়া জে লার পাঁচলা থানার রাণীহাটী গান্ধী ভবনে সারা ভারত জরি শিল্পী কল‍্যাণ সমিতির পঞ্চম সম্মেলন আজকে অনুষ্ঠিত হয়েছে। এদিন অনুষ্ঠানের প্রথমে পতাকা উত্তোলন, তারপর শহীদ বেদীতে মাল‍্যদান করা হয়, শোক প্রস্তাব উত্থাপন করা, সম্পাদকীয় প্রতিবেদন পাঠ, ব্লক নেতৃত্বের আলোচনা পর্ব চলতে থাকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ,রাজ্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন পর্যায়ক্রমে পরিচালনা করেন শেখ ইউনুস আলী। এদিনের প্রধান বক্তা ছিলেন সারা ভারত জরি শিল্পী কল‍্যাণ সমিতির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক মুজিবর রহমান মল্লিক প্রমুখ।

কানায় কানায় পূর্ণ হয় জরি শিল্পী শ্রমিক প্রতিনিধিদের উৎসাহ উদ্দীপনা উন্মাদনা ছিল লক্ষণীয় গঠন মূলক আলোচনায় অংশ গ্রহণ করতে দেখা যায় মহিলা ও পুরুষ উভয়েকে। ২০০৭ সাল থেকে আজ অবধি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন নিবেদন করে এগিয়ে চলেছেন সারা ভারত জরি শিল্পী কল‍্যাণ সমিতির নেতারা। ১৮ দফা দাবি সহ আরো কয়েকটি দাবি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন ভারতের বিভিন্ন রাজ্যে। কয়েকটি দাবি কেন্দ্রীয় ও কয়েকটি দাবি রাজ্য সরকারের কাছে আবার কয়েকটি দাবি কেন্দ্র ও রাজ‍্য সরকারের সম্পর্ক যুক্ত। সারা ভারতে দিবারাত্রি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন জরি শিল্পী শ্রমিক কিন্তু বিশ্ব বাজারে বিক্রির চাহিদা থাকলেও এই শিল্পী শ্রমিকদের অবস্থা করুণ পরিণতি দিকে এগিয়ে যাচ্ছে। এদের দিকে নজর না দিলে আগামী দিনে আরো ভয়াবহ অবস্থা দেখা দেবে বলে জানান সমবায় সমিতি গঠন, জরি শিল্পী শ্রমিক কল্যাণ বোর্ড।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles