শান্তনু বিশ্বাস, হাবড়াঃ হাবড়া সোনা পট্টিতে কর্মরত ব্যবসায়ী বছর ৪৮- এর অমল পালিত। রবিবার সকালে তার বাড়ির পেছন থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি হাবড়া থানার অন্তরগর্ত দক্ষিণ হাবড়া উচু আমতলা এলাকার।
স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী একজন ফুল তুলতে গিয়ে দেখে বাড়ির পেছনে একটি লেবু গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ নামিয়ে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা মৃত বলে ঘোষনা করে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমোতে যান তিনি। স্ত্রী, মেয়ে ও ছেলে অন্য ঘরে ঘুমিয়ে পড়ে। এরপর এদিন সকালে উঠে তারা গোটা বিষয়টি জানতে পারেন। ইতিমধ্যে শোকের ছায়া গোটা পরিবারে।
তবে কি কারনে আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার। দেহ ময়নাতদন্ত করতে বারাসাত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।