জয় চক্রবর্তী, বনগাঁঃ ১১ই ডিসেম্বর ১৫ বছরের এক নাবালিকাকে ধর্ষণের দায়ে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বনগাঁ মহকুমা আদালতের বিচারক বিদ্যুৎ কুমার রায় ৷ মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে সাজা হয়৷ সাজাপ্রাপ্ত যুবকের নাম চন্দন সরকার। বাড়ি গোপালনগর থানার চর-চালকি এলাকায়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের মার্চ মাসে ওই নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছিল৷ আর তারপর থেকে এই ঘটনা আদালতের তত্ত্বাবধানে ছিল। এক্ষেত্রে সরকারি আইন জিবি সমির দাস বলেন “ঘটনার দিন রাতে নাবালিকার বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে চন্দন ঘরে ঢুকে ধর্ষণ করে তাকে। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়”।