রাজন্যা বনিক, বেঙ্গল টুডেঃ আজ বিরাট কোহলি ও অনুস্কা শর্মার বিয়ের এক বছর পূর্ণ হল। বিরাটের মত তার ভক্তদেরও ঠিক বিশ্বাস হচ্ছে না যে আজ তার দাম্পত্য জীবন এক বছরে পড়লো। ঠিক এক বছর আগে ইতালির তাস্কানিকে বিয়ে হয়েছিল ভারতীয় ক্রিকেটের বর্তমান অধিনায়ক বিরাট কোহালি ও বিখ্যাত অভিনেত্রী অনুষ্কা শর্মার। আজ তারা তাদের এই সুন্দর দিনটি আরও আবেগপ্রবণ করতে অস্ট্রেলিয়া গিয়েছেন।
Can’t believe it’s been a year already because it feels like it happened just yesterday. Time has truly flown by. Happy anniversary to my best friend and my soulmate. Mine forever ❤ @AnushkaSharma pic.twitter.com/eKL9wlpU4R
— Virat Kohli (@imVkohli) December 11, 2018
উত্তর ভারতে একদম আলাদা পরিবেশে মানুষ হয়েছে বিরাট। অনুষ্কার জীবন-যাত্রা থেকে অনেকটাই আলাদা ছিল তার জীবন। কিন্তু তা সত্ত্বেও তাদের বৈবাহিক জীবনে তার কোনো প্রভাব পরেনি। আজকের এই দিনটি সম্পর্কে টুইটে বিরাট জানিয়েছেন যে “অনুষ্কার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই তার জীবন বদলাতে শুরু করেছিল। অনেক চ্যালেঞ্জ ছিল অনুষ্কার জীবনে। সেগুলো সব বুঝতে শিখেছে সে।” অন্যদিকে এই দিনটি সম্পর্কে অনুষ্কাও সোশ্যাল মিডিয়াতে তাদের বিয়ের ভিডিও শেয়ার করেছেন।
উল্লেখ্য এই মাসেই মুক্তি পাবে তার নতুন ছবি ‘জিরো’। তার প্রোমোশনও চলছে পুরোদমে। এত ব্যস্ততার মধ্যেও তাদের এই স্পেশাল দিনটিকে মিস করতে চান না তিনি। অস্টেলিয়ায় গিয়ে এই দম্পতি তাদের এক বছরের সফর পালন করছেন। তাদের দাম্পত্য জীবন আরও সুখের হক এমনটাই আশা কামনা করছেন তাদের ভক্ত সকল।