অর্পণ মিত্র, বাসন্তীঃ ১১ই ডিসেম্বর বাসন্তীতে উদযাপিত হল সুন্দরবন দিবস। বাসন্তী ব্লকের মসজিদ বাটির পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত হল সুন্দরবন দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তীর সমষ্টি উন্নয়ন আধিকারিক কল্লোল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল লস্কর, মসজিদ বাটির পঞ্চায়েতের উপ প্রধান গৌর সর্দার ছাড়া বিশিষ্ট চিত্র অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী ও স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রী।
এই দিন এই দিবসে সমষ্টি উন্নয়ন আধিকারিক কল্লোল বিশ্বাস জানান,”সুন্দরবনকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় আর কি করে রক্ষা করা যায় এই সুন্দরবনকে। এই সুন্দরবন ওয়াল্ড হেরিটেজ হিসাবে বিশ্বের দরবারে হাজির হয়েছে। তাই তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। এই অনুষ্ঠানে থেকে ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।