Thank you for reading this post, don't forget to subscribe!
হাওড়াঃ শুভ সন্ধ্যা হাওড়া শহরবাসী। আজ সকাল ৬:৪০ মিনিটের ট্রাফিক আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা। এই মুহুর্তে হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ট্রাফিকের খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে হাওড়া দ্বিতীয় হুগলী ব্রিজে টোল থেকে কোনায় এক্সপ্রেসওয়ের বাবলা তলা অব্দি অল্প দুদিকের রাস্তাতে যানজটের খবর নেই।
এর পাশাপাশি এ. জে . সি. বোস রোড থেকে আন্দুল রোডের উপরেও কোনো ট্রাফিকের চাপ নেই বলে খবর। ফরশোর রোড থেকে হাওড়া পুলিশ স্টেশন অব্দি গাড়ির গতি স্বাভাবিক। জি.টি. রোড ও অপরদিকে এ.জি.সি. বোস রোড যা সরাসরি বোটানিক্যাল গার্ডেন এর দিকে যাচ্ছে, সেই সমস্ত রাস্তারও ট্রাফিক স্বাভাবিকই রয়েছে। আন্দুল রোডেও গাড়ির গতি ধীর।
অপরদিকে সালকিয়া এলাকাতে ট্রাফিকের কোন ব্যস্ততা নেই। বালি, গিরিশ ঘোষ রোড, জি. টি. রোডেও কোনো প্রকার যানজট নেই। বেলুড় মঠ এলাকাতেও রাস্তায় এই মুহুর্তে সেরকম যান চলাচলে কোনো সমস্যা নেই, সাঁতরাগাছি রেল ষ্টেশনের আশেপাশের রাস্তাতেও কোনো যানজটের খবর নেই। হাওড়া স্টেশন চত্বরের রাস্তাও একেবারে স্বাভাবিক। হাওড়া ব্রিজের উপরে গাড়ির গতি স্বাভাবিক। এখনের মতো ট্রাফিক আপডেট এখানেই শেষ। আপনার যাত্রা শুভ হোক।