Thursday, March 23, 2023
spot_img

যশোরের শার্শায় অস্ত্র গুলি সহ আটক ১

 

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ শার্শায় ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি সহ শাহ আলম (৩৫) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ যশোরের শার্শা থানা পুলিশ। ধৃতের বাড়ি শাহ আলম উপজেলার কণ্যাদাহ গাইনপাড়া গ্রামে। বৃহস্পতিবার ভোর রাতে শার্শার কণ্যাদাহ আওয়ামীলীগ অফিসের সামনে থাকে তাকে আটক করা হয়।

শার্শা থানার পুলিশ জানায়, এসআই আনোয়ারুলের রাত্রিকালীন বিশেষ অভিযানের সময় গোপন সংবাদ আসে কণ্যাদাহ আওয়ামীলীগ অফিসের সামনে শাহ আলম নামে এক যুবক অস্ত্র নিয়ে নাশকতার পরিকল্পনা করছে। এসময় সেখানে অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শার্শা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বৃহস্পতিরা দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান অস্ত্র গুলি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles