28 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

হাবড়ায় মেধাবী ছাত্রের মৃত্যুকে ঘিরে দোষীদের শাস্তির দাবীতে থানায় ডেপুটেশন দিলেন শিক্ষক ও ছাত্রেরা

শান্তনু বিশ্বাস, হাবড়া:

সম্প্রতি হাবড়ার সংহতি এলাকায় হাবড়া মডেল হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তথা সায়েন্স বিভাগের মেধাবী ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। মৃতের নাম জয় দেবনাথ। এই ঘটনার তদন্তে হাবড়া থানার পুলিশ ৪ জনকে গ্রেফতার করলেও মুল অভিযুক্ত এখনো অধরা এমনটাই অভিযোগ মৃত ছাত্রের পরিবারের। মূলত এর জেরেই স্থানীয় বাসিন্দা তথা মৃত ছাত্রের বন্ধু ও শিক্ষকরা মিলে ২৯ জানুয়ারি হাবড়া থানা জমায়েত করে ডেপুটেশন জমা দেন। পাশাপাশি তাঁরা আরও বলেন, পুলিশের তদন্ত সঠিক না হলে তাঁরা সহ আরও বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা মিলে বৃহত্তর আন্দোলন যোগদান করবেন।

সুত্রের খবর, উক্তদিন সন্ধ্যেবেলা সাড়ে ৬ টা নাগাদ বাড়ি থেকে পৌনে ১ কিমি দূরে বন্ধু বান্ধবীরা রাস্তায় লাগোয়া অবনিস্বর প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল আর ঠিক সেই মুহূর্তে এলাকার কিছু যুবক তাদের তাড়া করে। এরপর ঠিক কি হয় তা কেউই জানে না। এমনকি এদিন রাতে জয় দেবনাথ বাড়ি না ফেরায় এলাকার মানুষ খোজাখুজির পর ঠিক ১০০ কিমি দূরে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় জয়ের মৃত দেহ।

স্থানীয় সুত্রে খবর, এই ঘটনার তদন্তে নেমে হাবড়া থানার পুলিশ ৪ জনকে গ্রেফতার করলেও এখনো পর্যন্ত মুল অভিযুক্ত অধরা। এমনটাই দাবী জানান মৃতের পরিবার। এর পাশাপাশি তাঁরা আরও দাবী করেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কঠোর শাস্তির দাবীতে স্থানীয় বাসিন্দারা হাবড়া সবুজ সংঘ মাঠ থেকে হাবড়া নগরউখরা মোড় পযর্ন্ত মিছিল করে হাবরা থানা জামায়েত করে একটি ডেপুটেশন দেয়। এমনকি হাবরা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সত্যবতো দেবনাথ জানান, পুলিশ সঠিক তদন্ত না করলে পুনরায় তারা সবাই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাএ-ছাএী একত্রে বৃহত্তর আন্দলনে নামবে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles