29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

অস্ট্রেলিয়ান ওপেন জিতে ২০ টা গ্র্যান্ড সেলাম ফেডেরার

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

২৮ শে জানুয়ারি ২০টা গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন রজার ফেডেরার। নিজেকে জীবন্ত ইতিহাসে পরিণত করে তোলার পথে আরও একধাপ এগিয়ে গেলেন ক্রীড়া জগতের এই কিংবদন্তি খেলোয়াড়। ৩৬ বছর বয়সেও তিনি যে এখনও টেনিস কোর্টে তাঁর হাঁটুর বয়সী খেলোয়াড়দের চ্যালেঞ্জ ছুঁড়ে জয় ছিনিয়ে নিচ্ছেন, তার জন্য সব কৃতিত্ব এদিন তিনি তাঁর স্ত্রী মিরকাকে দিয়েছেন। মূলত এদিন অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর কার্যতই আপ্লুত হয়ে পড়েন ফেডেরার। এর দরুন বক্তব্য রাখতে গিয়ে স্ত্রীর অবদানের কথা খোলাখুলি স্বীকার করেছেন তিনি।

এদিন রজার ফেডেরারের মুখোমুখি হলেন মারিন চিলিচ। এর আগেও উইম্বলেডনের ফাইনালে দেখা হয়েছিল ২ জনের। এবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফের দেখা দুজনের। উইম্বলেডনে হারের প্রতিশোধের একটা সুযোগ হাতে এসেছে। ফলে নিজের সবটুকু নিংড়ে লড়াই শুরু করেন চিলিচ। বুঝিয়ে দেন এক ইঞ্চি জমিও তিনি ছাড়ছেন না। প্রথম সেটে ৬-৩ ফলে সহজ জয় পান ফেডেরার।

এরপর অনেক টেনিস বোদ্ধাই মনে করছিলেন উইম্বলেডনের মতই চিলিচকে উড়িয়ে দেবেন ফেডেরার। কিন্তু দ্বিতীয় সেটেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ঘুরে দাঁড়ান চিলিচ। ৬-৭-এ জিতে নেন সেট। এরপর তৃতীয় সেটে ফের ফেডেরার ম্যাজিক। ৬-৩-এ সেট জিতে নেন তিনি। কিন্তু আবার চতুর্থ সেটে চিলিচের ভেল্কি। ৬-৩ পয়েন্টে সেট জিতে খেলায় ফেরেন তিনি। ফলে পঞ্চম ও শেষ সেট নির্ধারক সেট হয়ে দাঁড়ায়। সেই সেটে কিন্তু ফেডেরার বুঝিয়ে দিলেন কেন তিনি গ্রেটেস্ট। অভিজ্ঞতার ভার কাকে বলে সেটা ৬-১-এ চিলিচকে উড়িয়ে দেওয়া থেকেই পরিস্কার হয়ে গেল সকল দর্শক মণ্ডলীর কাছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles