20 C
Kolkata
Saturday, December 2, 2023
spot_img

জাতীয় সড়কে দুর্ঘটনায় পরলে ফোন টোল ফ্রি নম্বরে

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

Thank you for reading this post, don't forget to subscribe!

বর্তমানে সারা দেশে জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনার জন্য প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছে কমপক্ষে ১৭ জন মানুষ। এমনকি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, দুর্ঘটনার পর কোন সাহায্য না পাওয়ায় রাস্তার উপর পড়ে থেকে বেঘোরে মৃত্যু হয় বহু মানুষের। আর তাই এরকম দুর্ঘটনার কবলে পরে মানুষকে যাতে বেঘোরে মৃত্যু বরন করতে না হয় সেক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত মানুষদের সাহায্যার্থে টোল ফ্রি নম্বর চালু করছে কেন্দ্র।

মূলত চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই চালু হয়ে যাবে এই টোল ফ্রি নম্বর। যদিও প্রাথমিকভাবে স্থির হয়েছে টোল ফ্রি নম্বরটি হবে ১০০৩। আর এই নম্বর চালু হওয়ায় এখন থেকে জাতীয় সড়কের উপর কেউ দুর্ঘটনায় পড়লে এই নম্বরে ফোন করলেই মিলবে সাহায্য। এমনকি দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত সাহায্য ও উদ্ধারের জন্য চলে আসবে সাহায্যকারী দল। কেন্দ্রের তরফে অ্যাম্বুল্যান্স রাখার জন্যও রাজ্যগুলির সঙ্গে কথা হয়েছে।

প্রসঙ্গগত সড়ক পরিবহন মন্ত্রকের সমীক্ষায় প্রাপ্ত তথ্য বলছে, ২০১৬-তে জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১ লাখ ৫৫ হাজার ৭৮৫ জন। সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে চেন্নাই ও দিল্লি। তবে জাতীয় সড়ক দুর্ঘটনার নিরিখে ৫ নম্বরে রয়েছে কলকাতা।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles