শান্তনু বিশ্বাস, অশোকনগর:
Thank you for reading this post, don't forget to subscribe!
সম্প্রতি কলকাতার বেশ কয়েকটি স্থানে ডাইরিয়ার কারনে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। আর তাঁর কারন হিসাবে ধরা পরে অপরিশুদ্ধ পানীয় জল। মূলত এই জল পানের ফলেই মানুষ অসুস্থ হয়ে পরচ্ছেন। তাই নবান্নের তরফে জরুরী বৈঠক করে জেলায় জেলায় প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর জেরেই ২৪ শে ফেব্রুয়ারি দুপুর ১টা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলা এনফোর্সমেন্ট ব্রান্স ও জেলা ফুড সেফটি বিভাগ ও লিগ্যাল মেটালজি ডিপার্টমেন্ট অশোকনগরের শ্রীকৃষ্ণপুর এলাকায় গোপন অভিযান চালিয়ে “আলো এ্যাকোয়া” নামে একটি ভূয়ো জলের কারখানা সিল করেন। পাশাপাশি উদ্ধার হয় বহু জলের ব্যারেল ,খালি ব্যারেল ,ক্যাপ ও ক্যামিক্যাল।
এছাড়া আরও জানা যায়, মিনারেল জলের নামে এই কারখানায় চলতো পাতি জলের কারবার। এমনকি জলের কারখানা তৈরি,জলের গুনগত মান বা জলের লিগ্যাল ছাড়পত্র সহ ব্যবসায়ের ট্রেড লাইসেন্স কোনও কিছুই ছিলো না। বর্তমানে এই ঘটনার সাথে যুক্ত ১ জনকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম নুর মহম্মদ বৈদ্য(৫২)।