শান্তনু বিশ্বাস, বসিরহাট:
Thank you for reading this post, don't forget to subscribe!
২৪ শে ফেব্রুয়ারি বসিরহাটের স্বরুপনগরে চারঘাটা হাসপাতাল মোড় এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। মৃতের নাম রিমি বাড়ুই(১৫)। স্থানীয় চারঘাটা গার্লস স্কুলের ছাত্রী।
সুত্রের খবর, প্রতিদিনের মতো মৃত ছাত্রীটির বাবা ও মা পেশাগত কারনে সকালে বেরিয়ে যান এবং তাঁর বোনও পাড়াতে টিউশান পড়তে যায়। আর সে যাওয়ার আগে তাঁর দিদিকে বাড়িতে পড়তে দেখে। কিন্তু ফিরে এসে সে দেখে বাড়ির দরজা বন্ধ। এরপর সে জানালা দিয়ে দেখে দিদি সিলিং ফ্যানে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলছে।
এরপর ছাত্রীটির বোন কোন রকমে বাড়ির ভিতর ঢুকে ওড়না কেটে দিদিকে নামায়। পরে তাঁর কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং ছাত্রীটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও অপরদিকে স্থানীয়দের দাবী, মূলত প্রনয় ঘটিত কারনে এই ঘটনা কারন ২৩ শে ফেব্রুয়ারি কাস্তিয়া এলাকায় গভীর রাত পর্যন্ত শুভঙ্কর নামে এক ছেলের সঙ্গে কথা বলতে দেখা যায়।
পুলিশি সুত্রে খবর, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হন স্বরুপনগর থানার পুলিশ এবং মৃতদেহটি নিয়ে ডাকবাংলো হাসপাতালে পাঠিয়ে দেন। পাশাপাশি ছাত্রীর বাবা ও মাকে খবর দেওয়া হয়। তবে পুলিশের কাছে স্থানীয়দের দাবী, এই ঘটনার সঠিক তদন্তের জন্য। বর্তমানে এই ঘটনার তদন্তে স্বরুপনগর থানার পুলিশ।