ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
সম্প্রতি অরুণাচল প্রদেশের চিন সীমান্তে একটি রহস্যময় যন্ত্রকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মূলত ২১ শে ফেব্রুয়ারি চিন সীমান্ত লাগোয়া অরুণাচলের একটি প্রত্যন্ত গ্রামের গ্রামবাসীরা ওই যন্ত্রটি দেখতে পান।
পুলিশি সুত্রে খবর, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া ওই যন্ত্রটির গায়ে চিনা ভাষায় কিছু লেখা রয়েছে যার দরুন তা চিনের কোন যন্ত্র বলেই মনে করা হচ্ছে। যদিও যন্ত্রটি প্রাথমিকভাবে ফরেন্সিক বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করে বলেন, এটি আকাশপথে নজারদারি চালানোর কোনও যন্ত্র, বা আবহাওয়া পর্যবেক্ষণকারী কোনও যন্ত্র হতে পারে বলে অনুমান করেন। তবে চিন ওই যন্ত্রের সাহায্যে অরুণাচল প্রদেশে নজরদারি চালাচ্ছে কিনা তা ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরই সঠিক ভাবে বলতে পারবেন বলে জানান। যদিও উদ্ধার হওয়া ওই যন্ত্রের বিষয়টি নয়াদিল্লিকেও জানানো হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর।
উল্লেখ্য মাঝেমধ্যেই চিনা সেনারা সীমান্ত লঙ্ঘন করে অরুণাচল প্রদেশে ঢোকার চেষ্টা করে। এমনকি সম্প্রতি রাস্তা তৈরির অছিলায় সীমান্ত লঙ্ঘন করে চিন। অরুণাচল প্রদেশের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়ে চিনের রোড কনস্ট্রাকশন পার্টি। কিন্তু আইটিবিপি জওয়ানদের তৎপরতায় চিনের রাস্তা বানানোর চেষ্টা ব্যর্থ হয়।
অপরদিকে ডোকলাম নিয়ে এমনিতেই দুই দেশে পারদ চড়ছে। এর মধ্যে এই যন্ত্রটি উদ্ধার হওয়ার পরই স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে।