29 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

স্কুল শিক্ষকদের বিরুদ্ধে ডেপুটেশন জমা এসআই অফিসে

 

শান্তনু বিশ্বাস, হাবড়াঃ ১৬ই নভেম্বর হাবড়া-অশোকনগর এলাকার প্রায় ১৫০ জন প্রাইভেট শিক্ষক একত্রে স্কুল শিক্ষকদের বেআইনি ভাবে দিনের পর দিন প্রাইভেট টিউশন পড়ানোর অভিযোগে হাবড়া এসআই অফিসে ডেপুটেশন জমা দেন। এদিন কুমড়ো এসআই অফিসে গিয়ে ডেপুটশান পএ তুলে দেন সরকারি আধিকারিক এসআইয়ের হাতে।

[espro-slider id=14465]

অমিত দাস নামে এক প্রাইভেট শিক্ষক বলেন, স্কুল শিক্ষকরা তাদের সরকারি চাকরীর পাশাপাশি আবার অতিরিক্ত আয়ের জন্য বেআইনি ভাবে প্রাইভেটে ছাত্র-ছাত্রী পড়িয়ে যাচ্ছেন। পাশাপাশি স্কুল শিক্ষকরা প্রোজেক্ট-এর ভয় দেখিয়ে অথবা ছাএ - ছাত্রীদের পরীক্ষায় ৩০ শে ৩০, ২০তে ২০ পাইয়ে দেবো, এই ভাবে মানসিক পেশার দিচ্ছেন বলেও অভিযোগ করেন। আর তাই আমাদের দাবী আজ এস আই অফিসের হাতে তুলে দিচ্ছি।
ভারতের সর্বোচ্চ আদালতের নিষেধ থাকা সত্বেও তারা দিনের পর দিন ছাএ-ছাএীদের প্রাইভেট পরিয়ে যাচ্ছেন কিভাবে তা নিয়েই উঠছে প্রশ্ন?

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles