30 C
Kolkata
Tuesday, March 26, 2024
spot_img

প্রকাশিত হল ২০১৯ সালের ছুটির তালিকা

 

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ ছুটি আর ছুটি। সামনের বছর পুজোর প্ল্যানটা তাহলে এখন থেকেই করে নিন। হেসেখেলে টানা ১৪দিন ছুটি পেয়ে যাচ্ছেন তো ! ২০১৯ সালের ছুটির তালিকা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। চোখ বুলিয়ে নিন তালিকায়

দেখে নেওয়া যাক একটানা ১৪ দিন কী করে ছুটি পাবেন

২ অক্টোবর (বুধবার) : গান্ধি জয়ন্তী
৩ অক্টোবর (বৃহস্পতিবার) : মহাপঞ্চমী
৪ অক্টোবর (শুক্রবার) : মহাষষ্ঠী
৫ অক্টোবর (শনিবার) : মহাসপ্তমী
৬ অক্টোবর (রবিবার) : মহাষ্টমী (রবিবার বলে এমনিতেই ছুটি)
৭ অক্টোবর (সোমবার) : মহানবমী
৮ অক্টোবর (মঙ্গলবার) : দশমী
৯ অক্টোবর (বুধবার) : দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি
১০ অক্টোবর (বৃহস্পতিবার) : দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি
১১ অক্টোবর (শুক্রবার) : দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি
১২ অক্টোবর (শনিবার) : দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি
১৩ অক্টোবর (রবিবার) : লক্ষ্মীপুজো (রবিবার বলে এমনিতেই ছুটি)
১৪ অক্টোবর (সোমবার) : লক্ষ্মীপুজোর অতিরিক্ত ছুটি
১৫ অক্টোবর (মঙ্গলবার) : লক্ষ্মীপুজোর অতিরিক্ত ছুটি

সরকার নির্ধারিত ছুটির তালিকা

১২ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মদিবস
২৩ জানুয়ারি : নেতাজির জন্মদিবস
২৬ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস
২১ মার্চ : দোলযাত্রা
১৫ এপ্রিল : নববর্ষ
১৯ এপ্রিল : গুড ফ্রাইডে
১ মে : মে ডে
৯ মে : রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস
১৮ মে : বুদ্ধপূর্ণিমা
৫ জুন : ইদ উল ফিতর
১২ অগাস্ট : ইদ উদ জোহা(বখরি ইদ)
১৫ অগাস্ট : স্বাধীনতা দিবস
১০ সেপ্টেম্বর : মহরম
২৮ সেপ্টেম্বর : মহালয়া
১২ নভেম্বর : গুরুনানক জন্মদিবস
২৫ ডিসেম্বর : বড়দিন

রবিবারে যে ছুটি পড়েছে

১০ ফেব্রুয়ারি : সরস্বতী পুজো
১৪ এপ্রিল : বি আর আম্বেদকরের জন্মদিবস
২৭ অক্টোবর : কালীপুজো
১০ নভেম্বর : ফাতেয়া দোয়াজ দাহাম
১৪ এপ্রিল : বৈশাখি (পাঞ্জাবিদের জন্য)
২১ এপ্রিল : সবেবরাত
৩০ জুলাই : হুল দিবস (আদিবাসীদের জন্য)

একই সঙ্গে সরকারের তরফে জানানো হয়েছে, যে সমস্ত ছুটি রবিবার পড়েছে ও যা পাবলিক হলিডে নয়, সেক্ষেত্রে আবগারি দপ্তর, স্ট্যাম্প, রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্সেস বাদে অন্য সরকারি দপ্তরের কর্মীরা ছুটি পাবে।

ছুটির তালিকা

১ জানুয়ারি : ইংরেজি নববর্ষ
১১ ফেব্রুয়ারি : সরস্বতী পুজোর পরদিন
৪ মার্চ : শিবরাত্রী
২২ মার্চ : হোলি, (দোলের পরদিন)
১৩ জুলাই : কবি ভানু ভক্তের জন্মদিবস (কেবল মাত্র দার্জিলিং-কালিম্পং জেলার জন্য)
২৩ অগাস্ট : জন্মাষ্টমী
৩-৪ অক্টোবর : মহাপঞ্চমী, মহাষষ্ঠী
৯-১২ অক্টোবর : দুর্গাপুজোর জন্য অতিরিক্ত ছুটি
১৪-১৫ অক্টোবর : লক্ষ্মীপুজোর অতিরিক্ত ছুটি
২৮ অক্টোবর : কালীপুজোর অতিরিক্ত ছুটি
২৯ অক্টোবর : ভাইফোঁটা
৩০ অক্টোবর : ভাইফোঁটার অতিরিক্ত দিন
২ নভেম্বর : ছটপুজো

সরকার বেশ কিছু সম্প্রদায়ের জন্য ছুটি ঘোষণা করেছে

১৭ এপ্রিল : মহাবীর জয়ন্তী
২০ এপ্রিল : ইস্টার স্যাটারডে
করম পুজো : দিন পরে জানানো হবে

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles