শান্তনু বিশ্বাস, হাসনাবাদঃ পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যরর পর ঘর থেকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক গৃহবধুর দেহ। পারিবারিক অশান্তির জেরে মৃত্যু বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। শ্বশুর অনাথ দাসের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মেয়ের মৃত্যু খবর জানতে পারেন বাপের বাড়ির লোকেরা। গৃহবধুর মৃত্যুতে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে গৃহবধূর বাবা বিশ্বজিৎ দাস বলেন, “মেয়ে জামাইয়ের গন্ডগোলের সময় বাড়িতেই ছিলেন জামাইয়ের বাবা। জামাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে ঘরে গিয়ে মেয়েকে ঝুলতে দেখেও বাঁচানোর চেষ্টা না করে বাড়ি থেকে চলে যান”।
Thank you for reading this post, don't forget to subscribe!
পরিবারের পক্ষ আরও জানা গিয়েছে, বিয়ের পরথেকে কাজে যাওয়া নিয়ে জামাইয়ের সঙ্গে অশান্তি শুরু হয় গৃহবধূর। কাজে যেতে জোর করায় গৃহবধূকে মারধোর করার পাশাপাশি খাবার দেওয়া বন্ধ করে দিত বলে জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন মৃতার পরিবার। ঘটনায় শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।