Thank you for reading this post, don't forget to subscribe!
জয় চক্রবর্তী, বাগদাঃ মদখেয়ে মৃত্যুর অভিযোগে ভাঙচুর হল বাগদা থানার আউলডাঙা এলাকার দুটি দোকান৷ এলাকার শতিনেক মহিলা রাত ১০ টা নাগাদ লাঠি হাতে দোকান থেকে মদের বোতল বার করে ভেঙ্গে দেয় রাস্থায়। মৃত ব্যাক্তির নাম মেঘনাথ তরফদার (৬০), চাষাবাদের কাজ করতো সে৷ অভিযোগ ২৩শে আগস্ট, বৃহস্পতিবার সকাল থেকেই স্থানীয় দোকান থেকে মদখেয়ে বিকালে রাস্থার পাশে মৃত অবস্থায় পড়ে ছিল ওই ব্যক্তি। স্থানীয় মহিলারা বলেন, নিধির বিশ্বাস, বাবলু সরকার, কিঙ্কর বিশ্বাস নামে তিন মুদি দোকান দার বহুবার বারন করা সত্বেও মদ বিক্রি বন্ধ করেনি,পুলিশ কে জানিয়ে কোন লাভ হয় না, থানার ডাক মাস্টার এসে টাকা নিয়ে যায় বলে অভিযোগ তাদের। ক্ষুব্ধ মহিলারা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ক্ষোভ উগরে দেয় এদিন৷ এলাকার মহিলারা ঘটনা জানতেই উত্তেজিত হয়ে পড়ে। এরপর তারা বিক্ষোভ দেখিয়ে দোকান ভাঙচুর করে৷ মদখেয়ে মৃত্যু কিনা সে বিষয়ে জানতে মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।