Thank you for reading this post, don't forget to subscribe!
শান্তনু বিশ্বাস, হাবড়াঃ ২৩শে আগস্ট, বৃহস্পতিবার সাত সকালে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল রেলের কাজ করতে আসা এক কর্মীর। ঘটনাটি ঘটেছে, অশোকনগর ২৫ নম্বর রেল গেটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কারিবুল্লা রহমান (২২), বাড়ি শাষন থানার অন্তরর্গত মাগরিয়া এলাকায়। মৃতের পরিবার সুত্রে জানা গিয়েছে, রেলের ঠিকাদারের আন্ডারে রেলের কেবিলের কাজ করত সে। সকালে কাজ শুরু করবে বলে চা খেতে যায় লাইনের ওপারে, ফেরার সময় আপ ও ডাইন লাইনে ট্রেন চলে এসেছিল, লক্ষ্য না করায় শিয়ালদহ মুখী ট্রেনের ধাক্কায় ছিটকে পরে। সাথে সাথে সহকর্মীরা হাবড়া হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষনা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।