28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

বসিরহাট ডিস্ট্রিক রিপোর্টারস্ ক্লাবের উদ্যগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির

 

শান্তনু বিশ্বাস, বসিরহাটঃ সাংবাদিকরা শুধুমাত্র খবরের সীমানায় আবদ্ধ নয়, সাংবাদিকরা যেমন প্রতিদিন নানা স্থানে নানা রকমের খবর, মানুষের সামনে পরিবেশন করে। এবং তা তাদের দায়িত্ব ও তারা এই পেশার প্রতি দায়েবদ্ধ। ঠিক উলটোদিকে সাংবাদিকরা আবার এই সমাজেরই মানুষ, তাই সমাজের প্রতি দায়েবদ্ধতা তাদের কোন অংশেই কম নয়। যার প্রমান পাওয়া গেলো বসিরহাট ডিস্ট্রিক রিপোর্টারস্ ক্লাবের উদ্যগটি দেখে। রাজ্যের প্রথম সারির পেপার, টিভি চ্যানেল ও পোটার্লে কর্মরত বসিরহাটের সাংবাদিকদের উদ্যগে তৈরী এই "বসিরহাট ডিস্ট্রিক রিপোর্টারস্ ক্লাব"। এই ক্লাবের উদ্যগে গত কয়েক দিন আগে সেফ ড্রাইভ, সেভ লাইফ সম্পর্কে একটি সচেতন শিবির হয়। আবার আজ ১৮ই আগস্ট, শনিবার ক্লাব গৃহের পাশেই অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে সাংবাদিকদের পাশাপাশি মোট ৪২ জন মহিলা সহ পুরুষ রক্তদান করেন। সংবাদিক অর্নব মৈএ বলেন, রক্তদান মহৎ দান, জাতী,ধর্ম ভূলে প্রত্যেকের উচিৎ রক্তদান করা, প্রতি তিন মাস পর পর রক্তদান করা যায়, ওই মহৎ কাজে প্রত্যেকের উচিৎ এগিয়ে আসা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles