30 C
Kolkata
Tuesday, June 18, 2024
spot_img

মথুরাপুর স্টেশন থেকে উদ্ধার ১২টি তরতাজা বোমা

 

অমিয় দে, দক্ষিন ২৪ পরগনাঃ ১৮ই আগস্ট, শনিবার সকাল ৭ টার সময় স্টেশনের এক দোকানদার বিকাশ হালদার নিজের রুমালের দোকান খুলতে আসে, হঠাৎ তার লক্ষ্য পড়ে দোকানে রাখা পিছনের বেঞ্চে একটি ব্যাগ। ব্যাগটি বেঞ্চের উপরে বসানো রয়েছে! কৌতূহল বশত ব্যাগটির মুখ খুলে দেখে ভিতরে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে স্টেশনের পাহারারত সিভিক পুলিশদের এই বিষয় জানায়। বারাইপুর থেকে এবং লক্সমি কান্তপুর থেকে জি আর পি পুলিশ এসে বোমার ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের মধ্য ১২ টি তাজা বোমা ছিল। বোমা গুলিকে জলে ডুবিয়ে নিস্তেজ করা হয়। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles