শান্তনু বিশ্বাস,অশোকনগরঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
শালিকার শ্বশুড়বাড়িতে জামাইবাবুকে দিতে হবে বাইক ও জমি, না হলে দুই লক্ষ টাকা। আর এই নিয়েই বচসার জেরে লাঠিসোটা, ইট দিয়ে যুবকের উপর হামলা। খুন হতে হয় ফারুক উদ্দিন মন্ডল (২৩) নামে এক যুবককে। এরই সাথে ফারুখকে বাঁচাতে এসে আক্রান্ত যুবকের ছোট ভাইয়ের ৬ মাসের অন্তসত্যা স্ত্রী সরিফা বিবি। উত্তর ২৪ পরগনার অশোকনগরের পশ্চিম নারায়নপুরের ঘটে গেল এই ঘটনা। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন ফারুখের বাবা তাইজেল হাকিম মন্ডলও। তার হাত ভেঙে গেছে। অল্প বিস্তর জখম হয় ফারুখের দাদাও।

স্থানীয় সূত্রে জানা যায় ফারুখ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে পাশেই আমডাঙার আড়খালি এলাকায় থাকতো। ফারুখের শালিকা নারগিসকে মসিয়রের ছেলে মিরাজ ভালোবেসে বিয়ে করেছে। শনিবার বিকালে ফারুখকে তার নিজের কাকা মসিয়ার মন্ডল ও কাকি নাজমুন বিবি, ছেলে মিরাজ মন্ডল, বৌমা নারগিস বিবি ও মসিয়রের মেয়ে সালমা খাতুন পশ্চিম নারায়নপুরের বাড়িতে ডেকে বলে মিরাজের বিয়ের পর নারগিসের বাড়ী থেকে কিছুই দেয়নি নারগিসের বাবা মা। তাই নারগিসের জামাইবাবু হিসাবে ফারুককেই তাদের দাবী মত সব জিনিস বা নগদ দুই লক্ষ টাকা দিতে হবে। কিন্তু ফারুখ ও তার পরিবার এই দাবী অস্বীকার করলেই তার কাকা মসিয়রের পরিবার হামলা করে ফারুখকে। ফারুখের বুকে, পাঁজরে মাথায় আঘাত করা হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে গেলে রবিবার সকালে মারা যায় বছর ২৩এর ফারুখ। এমনকি আক্রান্ত হয় ফারুখের ছোট ভাইয়ের ৬মাসের অন্তসত্তা স্ত্রী সরিফা বিবিও। শরিফাকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মৃতের অভিযুক্ত কাকা ,কাকিমা ,কাকার ছেলে, বৌ ও কাকার মেয়ে এই পাঁচজনই বর্তমানে পলাতক।
রবিবার সকালে আরজিকর হাসাপাতালে ফারুখের মৃত্যু হলেও মৃতদেহ দাফন করার জন্য আনতে পারছে না পরিবার। এদিকে মৃত্যুর পর কেটে গেছে ৩৩ ঘন্টা। আরজিকরেই রয়েছে মৃতদেহ। অপরদিকে মৃত ফারুখের স্ত্রী মারুফা বিবি ফারুখের চিকিৎসা সহ যাবতীয় কাগজপত্র নিজের জিম্মায় রেখেছে,ফারুখের পরিবারের হাতে দিচ্ছে না কারন ফারুখ ও মারুফার তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তিন মাসের অন্তসত্যাও তাই ফারুখের অবর্তমানে তাকে দিতে হবে সম্পত্তির ভাগ। জমি না লিখে দেওয়ার আগে কাগজ হাতছাড়া করতে চান না। রবিবার বিকালে এলাকার মুরুব্বিরা এনিয়ে মিমাংসারও চেস্টা করে। ফারুখের মেয়ের নামে ১০কাটা জমি লিখে দেওয়ার কথা বললেও দিতে রাজি নয় ফারুখের পরিবার বলে জানা যায়।