Tuesday, March 28, 2023
spot_img

হালিশহরে ২৬ দিনের দম্পতির ঝুলন্ত মৃত দেহ উদ্ধার

দেবপ্রিয় সরকার, বীজপুরঃ

এই গত সরস্বতী পুজোর দিন বিয়ে করেছিল ভাল বেসে। এরই মধ্যে কি এমন হলো, তা এখন এলাকাবাসীর কাছে লাখ টাকার প্রশ্ন। হালিশহর বালিভাড়া রামপ্রসাদপল্লী চালপট্টি এলাকায় স্বামী স্ত্রী দুজনেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী। সরস্বতী পুজোর দিন প্রেম বিবাহ করে সংসার করছিল দুজনেই।আজ সন্ধ্যায় এই ঘটনায় হতবাক এলাকাবাসী।স্বামী অনিমেষ বিশ্বাস(22) স্ত্রী রিনীকা দাস বিশ্বাস(19)।অনিমেষ হাজিনগর হুকুমচাঁদ জুটমিল শ্রমিক। প্রতিবেশী সূত্রে খবর পেয়ে পুলিশ ওই দুই নবদম্পতির মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এটা খুন না আত্মহত্যা সেটা এখন পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।


Related Articles

Stay Connected

0FansLike
3,752FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles