জয় চক্রবর্তী, বনগাঁঃ ২১শে জুলাই, শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকায়৷ সূত্রের খবর অনুযায়ী, ২১শে জুলাই দুপুরে বনগাঁর শক্তিগড় এলাকা থেকে এক কিশোরের সাইকেল চুরি করে পালানোর সময় সন্দেহ জনক ভাবে বনগাঁ থানার পুলিশ হাতে ধরা পড়ে মিলন রায় নামে বছর ২৭-এর যুবক। জেরা করে জানতে পারাযায় মিলন সইকেল চুরি করে পালাচ্ছিল৷ তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সবুজ সাথীর সাইকেলটি। জেরায় তার এই কাজের সঙ্গে আরও এক সঙ্গীও যুক্ত ছিল বলে পুলিশ জানতে পেরেছে। তার খোঁজ করছে বনগাঁ থানার পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!