জয় চক্রবর্তী, বনগাঁঃ বনগাঁ চাকদহ রোড সংলগ্ন কালিবাড়ি এলাকার পাওয়ার সাবস্টেশনে ৯ টা নাগাদ হঠাৎ করে বিকট আগুন লেগে যায় এবং বিকট আওয়াজ হয়ে অন্ধকার হয়ে যায় গোটা এলাকা। প্রায় ৫ মিনিট ধরে আগুন ধরেছিল বলে অভিযোগ। রাস্তায় তার ছিড়ে পড়ে। আগুন দেখে স্থানীয় লোকেরা ছোটা ছুটি শুরু করে৷ বন্ধ হয় যান চলাচল। ঘটনা স্থলে দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে পৌছায়৷
বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ স্থানীয় মানুষের। আওয়াজ ও আগুনের তীব্রতা এতোটাই ছিল যে বনগাঁ শহরের আকাশ আলোকিত হয়ে যায় আগুনের আলোতে। সমস্ত বনগাঁ বাসী এই মুহুর্তে অন্ধকারে। জরুরী কালিন অবস্থায় কাজ করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে তদন্তে নেমেছে বিদ্যুৎ বিভাগ ও দমকল কর্মীরা। ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় বনগাঁ জুড়ে।
You May Share This
30 2 - 32Shares