জয় চক্রবর্তী, বাগদাঃ উত্তর ২৪ পরগনার বাগদায় ২১শে জুলাই, শনিবার কৃষকরা ফসলের দাম না পেয়ে, ফসল রাস্তায় ফেলে অবরোধ করলো। এদিন হাটে কৃষকরা ফসল এনে সঠিক দাম না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, সকালে ৬ টাকায় কাকরোল বিক্রি হলেও বেলা বাড়তেই দাম মাত্র ২ টাকায় নেমে আসে। ক্ষোভে কৃষকরা ফসল রাস্তায় ফেলে অবরোধ শুরু করেন।
ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ যায়। দুপুর ১ টা ৩০ এ অবরোধ শুরু হয়, প্রায় দেড় ঘন্টা চলে অবরোধ৷ অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় কৃষকরা।
Thank you for reading this post, don't forget to subscribe!