28 C
Kolkata
Saturday, July 27, 2024
spot_img

অনির্দিষ্টকালের জন্য সিরিয়ায় সেনা মোতায়েন আমেরিকার

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, তার দেশ অনির্দিষ্টকালের জন্য সিরিয়ায় সেনা মোতায়েন রাখবে। একইসঙ্গে তিনি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছেন যাতে 'নিরাপদ অঞ্চলে' সংঘাত এড়ানো সম্ভব হয়।

১৭ ই জানুয়ারি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেয়া 'দি ওয়ে ফরোয়ার্ড ইন সিরিয়া' শীর্ষক বক্তৃতায় টিরলাসন একথা বলেন। এমনকি ওই বক্তৃতায় তিনি সিরিয়ায় রাজনৈতিক উত্তরণের একটি পরিকল্পনাও ঘোষণা করেছেন। টিলারসন দাবি করেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রাখা হবে। তিনি তার ভাষায় বলেন, সিরিয়ার ভবিষ্যত রাজনীতিতে প্রেসিডেন্ট বাশার আসাদের কোনো জায়গা নেই।

ডিসেম্বর মাসে মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের প্রকাশ করা তথ্য অনুসারে, সিরিয়ায় দু হাজার মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে। পাশাপাশি কুবানি শহরের মতো কিছু শহরে মার্কিন কূটনৈতিক উপস্থিতি রয়েছে।

টিলারসন বলেন, "সিরিয়ায় খুব দ্রুতই হয়ত অনেক বড় পরিবর্তন আসবে না তবে সাংবিধানিক সংস্কারের প্রক্রিয়ায় এবং জতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনের ফলে একটা পরিবর্তন আসবে।"

এর পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে আরো ক্ষতিগ্রস্ত করার একটি পরিকল্পনাও টিলারসন ঘোষণা করেছেন। তিনি বলেছেন, "আসাদ সরকারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক করার জন্য আমরা অন্য দেশগুলোকে অনুৎসাহিত করছি; যখন আসাদ ক্ষমতা থেকে চলে যাবেন তখন আমেরিকা আনন্দের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য উৎসাহিত করবে।" সিরিয়া বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকে সাবেক প্রেসিডেন্ট ওবামার দৃষ্টিভঙ্গির চেয়ে ভালো বলেও মন্তব্য করেন টিলারসন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles