ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
সঞ্জয় লীলা ভংসালীর বহু প্রতিক্ষিত ছবি ‘পদ্মাবত’ মুক্তি পাবে সব রাজ্যে। ১৮ই জানুয়ারি এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত ছবি শুরুর প্রথম দিন থেকেই ছবিটির সঙ্গে জড়িয়ে রয়েছে বিতর্ক। সেন্সর বোর্ড ছাড়পত্র দিলেও গত বুধবার রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ এবং হরিয়ানায় এই ছবি নিষিদ্ধ করার ডাক দেয় সংশ্লিষ্ট রাজ্য। এই চার রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা। ১৮ ই জানুয়ারি তারই রায় দিল সুপ্রিম কোর্ট। আপাতত সব কিছু ঠিক থাকলে তবেই আগামী ২৫ শে জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।
‘পদ্মাবত’ মুক্তি পেলে সংশ্লিষ্ট চার রাজ্যে প্রকাশ্য ঝামেলার আশঙ্কা করেছিল রাজ্য সরকার। কিন্তু শীর্ষ আদালত জানিয়েছে, আর্টিকেল ২১ অনুযায়ী যে সব দর্শক ওই ছবিটি সিনেমা হলে দেখতে যাবেন তাঁদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, আর কোনও রকম বিজ্ঞপ্তি দিয়ে এই ছবির ওপর নিষেধাজ্ঞা আনা যাবে না। রাজ্যের শান্তি রক্ষা করা সরকারের সাংবিধানিক কর্তব্য।
উল্লেখ্য কখনও ছবির শুটিং সেটে করণী সেনার আক্রমণ। আবার কখনও বা এই ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাথার দাম ঘোষণা। বারবার নানা সমস্যায় পড়তে হয়েছে ভনশালীর ‘পদ্মাবত’ ছবিটিকে। তবে বহু বাধা কাটিয়ে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল এই ছবিটি। এ বার সুপ্রিম কোর্টও গ্রিন সিগন্যাল দিল। সব মিলিয়ে ছবিটি দর্শকদের কতটা পছন্দ হয়, বর্তমানে সেটাই এখন দেখার।